খুনি
- মোঃ গালিব মেহেদী খান - তুমিহীনা তুমিময় এ এক অদ্ভুত সংস্করন আমার ২১-০৫-২০২৪

প্রথম যেদিন খুনি হলাম জানতেই পেল না কেউ!
ঠাণ্ডা মাথার সুপরিকল্পিত সে খুনের বিচার হয় নি।
তারপরে কেটে গেছে কত দিন-বছর, যুগ পার হয়ে নতুন যুগে প্রবেশ
একটি দিনও থেমে থাকেনি হত্যা লীলা।
রক্তাক্ত হয়েছি, করুন আর্তনাদে বিগলিত হয়নি একটি বার।
দিনে দিনে আরও দুর্ধর্ষ খুনিতে রূপান্তরিত হয়েছি।
নালিশ আসেনি কখনও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে
থানার নোটিশ বোর্ডে ঝোলে নি ছবি 'ধরিয়ে দিন' শিরনামে।
দিব্যি চলেছে জীবন, ভাল মানুষের প্রকাণ্ড উদাহরণ হয়ে।

একদা পেয়ে বসেছিল যে খুনের নেশা আজো কাটেনি তা।
তিলে তিলে, দিব্যি এক ঘা'য়ে, ঘোরে-বেঘোরে হত্যারও যে কত বৈচিত্র্য!
নিত্য করি খুন। একেকটা খুনের বদলে জোটে একরাশ প্রশংসা।
আহ: প্রশংসার কি ক্ষুধা আমার!
হাসিমুখে খুনি বনে যাই বারংবার।
সকরুণ দৃষ্টি কিংবা সকাতর অনুরোধ থামাতে পারে না কিছুই।
আরও চাই, আরও চাই, আরও চাই বাহবা।
আরও খুনে, আরও রঞ্জিত হই, দিগন্ত প্রসারী চিৎকার করে বলি আমি খুনি।
আত্ম স্বীকৃত এক খুনি আমি। অসহিষ্ণু এক হিংস্র দানবের প্রতিরূপ।

নিজেকে রক্তাক্ত করে কি যে সুখ! কি যে সুখ প্রতিনিয়ত মৃত্যু বরণে!
মৃত্যু ক্ষুধা নিয়ে নব জন্ম লাভের!
সবাই ছেরে কথা কয়, ছাড়ে না কেবল আধার আমায়।
প্রতিটি অন্ধকার রাত বিভীষিকা নিয়ে আসে,
সকল প্রাণের মুখোমুখি আমি আর আধার, চারদিক কাপিয়ে ছুটে আসে প্রশ্নবাণ,
কোন কুহেলিকার প্রশ্রয়ে অন্ধত্ব এমন?
নিরুত্তর আমি। আলোর প্রতীক্ষায় থাকি পুনঃ খুনি হতে,
আপন হাতে আপনাকে আরেকবার খুন করার সোল্লাসে মাতার
সে কি ব্যাকুলতা আমার।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।